নিজস্ব প্রতিনিধি : ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে গত ২৪ ঘন্টায় প্রাপ্ত অভিযোগের সংখ্যা ৩৮ টি। গত ২৪ ঘন্টায় সমাধান করা হয়েছে ১২টি অভিযোগ। অন্য অভিযোগগুলো সমাধানের জন্য কাজ চলছে।
উত্তরায় ১ নম্বর ওয়ার্ডের জনৈক ব্যক্তি বর্জ্য অপসারণের জন্য অভিযোগ করার কয়েকঘন্টার মধ্যে সমাধান দেওয়া হয়।
তাঁর ভাষ্যমতে, ছবির স্থানে রাতের অন্ধকারে সংলগ্ন কোন এক নির্মীয়মাণ বাড়ী থেকে বিভিন্ন ধরনের ময়লা ও আবর্জনা ফেলা হয়। সমস্যা জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান দেওয়া হয়।