আত্রাইয়ে পূর্ণবাসনকৃত ভিক্ষুকদের মাঝে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ

এইমাত্র সারাদেশ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে মঙ্গলবার দুপুরে নৈদিঘী গ্রাম ও বড় সাওতা গ্রাম নামক স্থানে পৃথক পৃথক ভাবে সামাজিক কর্ম সংস্থান কর্মসূচীর আওতায় বিশা ইউনিয়নের বড়সাঁওতার বড় পুকুর (৩.১২একর) এবং মনিয়ারী ইউনিয়নের নৈদিঘী হাজরা পুকুর (৩.৮৯একর) এর মৎস্য চাষ ভিত্তিক সামাজিক কর্ম সংস্থান ও ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের উপকার ভোগী ১৭জন ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ,ঈদ সামগ্রী সেমাই,চিনি, বস্ত্র এবং সরকারী খাস পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন নওগাঁ জেলা প্রশাসনের পক্ষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।একই সঙ্গে পুকুর রক্ষনা-বেক্ষনের জন্য ০৮জন বেকার যুবদেরকে দায়িত্ব দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফ মোর্শেদ মিশু, মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, সাংবাদিক কাজী রহমান,মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা-শেরই বিপ্লব, ইউএনও অফিস সুপার আব্দুর রাজ্জাক,মনিয়ারী- বিশা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আল-হেলাল প্রামানিক, বিশা ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফোরকান আলী,আহসান গঞ্জ ইউপি সচিব আলী-আল এফতেখার সেবু, মনিয়ারী ইউপি সচিব নাজমূল হক হিরা, পাঁচুপুর ইউনিয়ন তথ্য সেবার কেন্দ্রের উদ্যোক্তা এরশাদ আলী, মহিলা উদ্যেক্তা রওশন আরা পারভীন শিলা,মনিয়ারী ইউপি’র তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা রবী রায়হান,বিশা ইউপি’র তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা নয়ন প্রামানিক, এ ছাড়া সরকারী খাস পুকুরে মৎস্য চাষে দায়িত্ব প্রাপ্ত বেকার যুবক মোঃ আব্দুল আওয়াল,আব্দুর রহিম,মোঃ জাকির হোসেন,মোঃ সোহরাব হোসেন, মোঃ সেলিম প্রামানিক সহ ২ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ,গনমাধ্যম কর্মী, উভয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *