নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সিজারের মাধ্যমে সেযব বাচ্চা প্রসব হয়, তার ৮০ শতাংশই দেশের প্রাইভেট ক্লিনিকগুলোতে হয়ে থাকে। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সন্তান প্রসবকালে পরিস্থিতি খুব জটিল না হলে প্রসূতির সিজার না করানোর পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন তিনি এই আহ্বান জানান। একইসঙ্গে জটিলতা এড়াতে সন্তান প্রসবের সময় অন্তঃসত্ত্বা নারীকে অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন মন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা বিভাগের দুই সচিব।
জাহিদ মালেক বলেন, মাতৃ ও শিশুমৃত্যু উভয়ই কমেছে। ২০১৭ সালে গর্ভকালীন মাতৃমৃত্যু হার প্রতি লাখে ১৭৬ জন থাকলেও বর্তমানে তা ১৭২ জন। এছাড়া ২০১৫ সালে প্রতি হাজার নবজাতকের মধ্যে মৃত্যুহার ২০ জন থাকলেও বর্তমানে তা হ্রাস পেয়ে ১৮ দশমিক ৪ ভাগে দাঁড়িয়েছে। সরকার মাতৃ ও শিশু মৃত্যুরোধে সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।
তিনি বলেন, মাতৃমৃত্যু কমানোর জন্য আমাদের পরামর্শ হলো— প্রসবের জন্য প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসা। প্রসবকালে মায়ের খুব জটিল পরিস্থিতি না হলে সিজারিয়ান না করার পরামর্শ দিচ্ছি আমরা। দারিদ্র্যের হার কমলে এবং পুষ্টির হারের উন্নয়ন ঘটলে মাতৃমুত্যু কমবে।