বিশেষ প্রতিবেদক : রমজান মাসের শেষ দিকে সারাদেশের মতো রাজধানীতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। যত দিন গড়াচ্ছে, বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়।
হাল ফ্যাশন আর আবহাওয়ার সাথে সমন্বয় রেখে রুচিসম্মত পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। হালকা রঙ্গের পছন্দসই ডিজাইনের পোশাক খুঁজছেন মার্কেট থেকে মার্কেটে। দেশী পণ্যের পাশাপাশি শো-রুমগুলোতে বেশ চাহিদা আছে বিদেশী পণ্যেরও।
শেষ সময়ে পোশাকের পাশাপাশি জুতা, প্রসাধনী ও গহনার মতো অনুষঙ্গ কিনতে শপিংমলে ভিড় করছেন ক্রেতারা।
বিক্রেতারাও বলছেন, আগের তুলনায় বিক্রি বেড়েছে কয়েকগুণ। শেষ সপ্তাহে বেচাকেনা আরো জমে উঠবে বলেও জানান তারা।