কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সংখা বাড়ানো হচ্ছে

এইমাত্র জাতীয়

ইসমাঈল ইমু : বৃহস্পতিবার কুয়েত সরকার কুয়েতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্টের সদস্য সংখ্যা ২৫০ থেকে বাড়িযে ৬৩৯ জনে অনুমোদন প্রদান করেছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকে অতিসত্বর বর্ধিত এই জনবল প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ১১ থেকে ১৪ মার্চ চার দিনের কুয়েত সফরকালে কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনার করেন। এছাড়া কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য তাকে অনুরোধ করেন। সেনাবাহিনী প্রধানের দূরদর্শিতা, ঐকান্তিক প্রচেষ্টা এবং কুয়েত সরকারের সাথে বাংলাদেশের সুসম্পর্কের ফলে সেনা সদস্য বাড়ানো হচ্ছে।
বর্তমানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি -৯ কন্টিনজেন্ট সরাসরি কুয়েত সশস্ত্র বাহিনীর অধীনে অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন ধরনের নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *