মানিকগঞ্জ প্রতিবেদক : ফেরি থেকে পদ্মায় পড়ে গিয়ে ৭০ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান জানান, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাবার পথে রোববার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ আমজাদ হোসেনের (৭০) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হারুকান্দি গ্রামে। মিজানুর বলেন, ঈদ শেষে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন আমজাদ। দৌলতদিয়া ঘাট থেকে শাহ মখদুম ফেরিতে করে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাচ্ছিলেন তিনি। মাঝ নদীতে ফেরি থেকে পড়ে যান তিনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

👁️ 5 News Views
