নদী বাঁচাতে স্থানীয় সরকার প্রশাসন ও এমপিদের সহযোগিতার আহ্বান

অন্যান্য জাতীয় জীবন-যাপন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা.আব্দুল মতিন বলেছেন, নদী বাঁচাতে স্থানীয় সরকার প্রশাসন ও এমপিরা সহযোগিতা করুন। যাতে নদীগুলোকে আমরা উদ্ধার করতে পারি। নদী উদ্ধার না হলে দেশ বাঁচবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাপা ও ওয়াটার কিপারর্স বাংলাদেশের যৌথ আয়োজনে ‘সরকারের নদী উদ্ধারে সাম্প্রতিক তৎপরতা: আদি বুড়িগঙ্গা ও সোনাই নদীর বাস্তবতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেন। তিনি বলেন, স্থানীয় এমপিরা ও রাজনৈতিক নেতারা যৌথভাবে সরকারের নদী বিষয়ক সব কাজ ব্যর্থ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি অপকর্ম করে যাচ্ছে তারা। নদী বাঁচাতে স্থানীয় সরকার প্রশাসন ও স্থানীয় এমপিদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে নদী রক্ষায় সহযোগিতা করুন। সরকারকে সহযোগিতা করুন। যাতে নদী গুলোকে আমরা উদ্ধার করতে পারি। নদী উদ্ধার না হলে বাংলাদেশ বাঁচবে না। ওয়াটার কিপারর্স বাংলাদেশ-এর সমন্বয়কারী ও বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, নদী পুনরুদ্ধারে জনসম্পৃক্ত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। জাতীয় নদী রক্ষা কমিশনের আইনগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। দখলের সঙ্গে যুক্ত ব্যক্তি ও গোষ্ঠী সমূহের শাস্তি নিশ্চিত করতে হবে, নদীর সীমানা নির্ধারণের সিএস কিংবা আরএস ভিত্তিক ভুল ব্যাখ্যা প্রদান বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে বাপা’র যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস ও জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন মুর।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *