প্রস্তাবিত বাজেট ধনী-দরিদ্রের বৈষম্য কমাবে: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

অন্যান্য অর্থনীতি এইমাত্র জাতীয় জীবন-যাপন ঢাকা রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটকে উন্নয়ন, গণমুখী, জনবান্ধব ও ধনী-দরিদ্রের বৈষম্য কমানোর বাজেট বলে আখ্যায়িত করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে জোটের সদস্যরা এসব কথা বলেন। সমাবেশে জোটের নেতারা বলেন, জনগণের প্রতি মমত্ববোধ থেকে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চমকপ্রদ একটি বাজেট পেশ করেছে। বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বেড়েছে। সমৃদ্ধির হার উচ্চাকাক্সক্ষী হলেও অতীতের ধারাবাহিকতায় তা অর্জন সম্ভব। বক্তারা দাবি করেন, এই বাজেটে ধনী-গরীবের বৈষম্য কমবে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি কোনও চাপ পড়বে না। বাজেট বাস্তাবায়ন হলে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতি সাধিত হবে। এটি উন্নয়ন, গণমুখী ও জনবান্ধব বাজেট। বাজেটের সমালোচনাকারীদের উদ্দেশে বক্তারা বলেন, যারা এই বাজেটের সমালোচনা করছেন তারা সব সময়ই সরকারের সমালোচনায় মেতে থাকেন। তাদের কাজই হচ্ছে সমালোচনা করা। তারা ভালো-মন্দ দেখেন না। তাদের জন্মই হয়েছে সমালোচনা করার জন্য। সমাবেশে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চিত্রনায়িকা শাহনুর, কবি রবীন্দ্র গোপ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *