শহীদ শেখ আবু নাসের হাসপাতালে বিশেষ সভা অনুষ্ঠিত

খুলনা সারাদেশ

খুলনা থেকে মামুন মোল্লা : গতকাল খুলনায় ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল এর স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় কেএমপি’র পুলিশ কমিশনার অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

খুলনা মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা যায় গতকাল রবিবার দুপুর ২ টার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, খুলনা-৩ আসনের সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর উপস্থিতিতে ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা এর স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

এ সময় কেসিসি’র মেয়র তাঁর বক্তব্যে বলেন, “সরকার জনগণের জন্য নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।”

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনার পরিচালক ডা. মুন্সি রেজা সেকেন্দার-সহ হাসপাতাল পরিচালনার সাথে সম্পৃক্ত শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ।