ডোনারদের টাকায়’ নৈতিক অবক্ষয় হেফাজত নেতাদের

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : রিমান্ডে থাকা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তথ্য দিয়েছে,আওয়ামী লীগ বিরোধী হেফাজত নেতারা দেশ ও দেশের বাইরে থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছেন। লন্ডন ও পাকিস্তান থেকেও অর্থ এসেছে।


বিজ্ঞাপন

মামুনুল ছাড়া আরও বেশ কয়েকজন হেফাজত নেতার নারী কেলেঙ্কারির ঘটনা বেরিয়ে এসেছে বলে গোয়েন্দারা জানিয়েছেন। তারা জানান, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (হেলিকপ্টার হুজুর) প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এ ঘটনায় এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা করেছেন প্রথম স্ত্রী।
মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রলোভন দেখিয়ে অন্যের স্ত্রীকে জোর করে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন।

গোয়েন্দা সূত্র জানায়, অফিসিয়ালি মাদ্রাসাগুলোতে ছাত্রদের জন্য মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বাস্তবে ছাত্রদের বেশির ভাগের হাতে রয়েছে স্মার্টফোন। দেশ ও দেশের বাইরে থেকে আসা টাকা দিয়েই এসব স্মার্টফোন কেনা হয়। এসব স্মার্টফোনের মাধ্যমে সরকাররিবোধী তৎপরতা চালানো হয়। ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রচার করা হয়।