শুদ্ধি অভিযানে আওয়ামী লীগ

অন্যান্য এইমাত্র জাতীয় ঢাকা রাজধানী রাজনীতি সারাদেশ

*চিঠি যাচ্ছে তৃণমূলে
*দ্রুত সম্মেলনের তাগিদ

মহসীন আহমেদ স্বপন : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের আগেই শুরু হচ্ছে দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান। জেলা বা উপজেলা কমিটিতে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির কথা জানালেন নেতারা। আর দলের শীর্ষ দুইপদে পরিবর্তন আসবে কি না তা একান্তই সভাপতির বিষয়, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।
জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটির সম্মেলন শেষ করার তাগিদ দিয়ে জেলা-উপজেলায় চিঠি পাঠানো হচ্ছে। সম্মেলনের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ করার জন্যও নির্দেশনা দেওয়া হচ্ছে। গত বুধবার রাতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের দফতরকে চিঠি তৈরি করার নির্দেশ দিয়েছেন। দলের একাধিক নেতা এ কথা জানিয়েছেন।
আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা আওয়ামী লীগের ২১ম জাতীয় সম্মেলন। আর সম্মেলনকে সামনে রেখে চলছে জেলা উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোর সম্মেলন। আর এ বিষয়ে আটটি কমিটি করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
জাতীয় সম্মেলনের আগে দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে শক্ত অবস্থানে আওয়ামী লীগ। নীতিনির্ধারকরা বলেন, গত ১০ বছরে দলে যেসব সুবিধাবাদী প্রবেশ করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ফারুক খান বলেন, বেশকিছু নতুন নতুন লোক ঢুকেছে, যারা আওয়ামী লীগের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ এগুলোর প্রতি কতটুকু শ্রদ্ধাশীল তাতে আমাদের একটু সন্দেহ দেখা দিয়েছে তাদের কিছু কার্যকলাপের কারণে। নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করলে ভালো করে সেটা খুঁজে দেখতে হবে। এরকম মানুষদের আগামী সম্মেলনে কিছুটা বাদ দেয়ার চেষ্টা থাকবে।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেন, এ ধরনের কোনো ব্যক্তিকে দলে আনা যাবে না। যদি কেউ আনে তাকে জবাবদিহি করতে হবে। আমরা চিরুণি অভিযান চালাতে চাই। নেতারা জানান, এবারের সম্মেলনে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে কি না তা নির্ভর করছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর। যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেন, কিছু রদবদল তো আমরা প্রত্যাশাই করি। ২০১৬ সালের অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন।
চিঠি যাচ্ছে তৃণমূলে দ্রুত সম্মেলনের তাগিদ : আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটির সম্মেলন শেষ করার তাগিদ দিয়ে জেলা-উপজেলায় চিঠি পাঠানো হচ্ছে। সম্মেলনের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ করার জন্যও নির্দেশনা দেওয়া হচ্ছে। গত বুধবার রাতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের দফতরকে চিঠি তৈরি করার নির্দেশ দিয়েছেন। দলের একাধিক নেতা এ কথা জানিয়েছেন। সূত্র জানায়, আগামী অক্টোবরে শেষ হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ। সে মাসেই সম্মেলন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এ কারণে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলার সম্মেলনে জোর দিচ্ছে দলের হাইকমান্ড। সম্মেলনের পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য তৃণমূলে চিঠি দেওয়ার তাগিদ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে কাদের বলেন, নতুন কর্মী সৃষ্টি করতে হবে। কারণ কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ চলতে পারে না। দলে (আওয়ামী লীগ) অনেক সাহসী এবং ত্যাগী নেতা ছিলেন, যাদের আমরা হারিয়েছি।
তিনি বলেন, উপজেলা-ইউনিয়নে আগামী অক্টোবরের মধ্যে সম্মেলন শেষ করতে হবে। দুই-এক দিনের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের চিঠি দিতে হবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, যেসব জেলা-উপজেলায় সম্মেলনের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করে কমিটি গঠনের তাগাদা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলায় সম্মেলন শেষ করা হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *