আজিজুন নাহার আঁখি
আমি সেবিকা
আমি নারী
সদা আর্তপিড়ীতের সেবা করি।
আমি জননী
আমি জায়া
সবাইকে করি মায়া।
আমি ভগ্নী
আমি কন্যা
শতগুণে হতে চাই ধন্যা।
আমি সরলা
আমি বিশ্বাসী
ভালো কাজ করি দিবানিশী।
আমি ধৈর্য্যশীলা
আমি মায়াবতী
মায়া করি সব জীবের প্রতি।
আমি সুশীলা
আমি সুন্দরী
ভালোবেসে সভ্য সমাজ গড়ি।
আমি সুহাসিনী
আমি সুনয়না
কারো হৃদে কভু দেই না হানা।
আমি অপরূপা
আমি মোহনীয়া
হাসি খুশিতে ভরাই হিয়া।
আমি লাস্যময়ী
আমি সুভাষিনী
নই তো আমি দ্বিচারিনী।
আমি চপলা
আমি প্রেয়সী
ছোটো বড় সবাইকে ভালোবাসি।
আমি অপ্সরা
আমি তিলোত্তমা
চাই না হতে মন্দের উপমা।
আমি সুশ্রী
আমি রূপবতী
সব কাজে থাকি সতী।
আমি রূপসী
আমি ললনা
করি না কভু ছলনা।
আমি পরিশ্রমী
আমি ত্যাগী
হইনা কভু অন্যায়ের ভাগী।
আমি সহনশীলা
আমি ভাগ্যবতী
সদা বিশ্বাস রাখি স্রষ্টার প্রতি।
আমি মহিয়সী
আমি স্নেহময়ী
ভালো কাজে হতে চাই বিজয়ী।
আমি স্ত্রী
আমি প্রেমিকা
স্বামীকে কভু দেই না ধোঁকা
আমি জ্ঞানী
আমি বিদূষী
কোনো কাজে করি না গরিমসী।
আমি বুদ্ধিমতী
আমি শ্রেষ্ঠা
কভু হতে চাই না পাপিষ্ঠা।
আমি জয়ী
আমি সম্পূর্ণা
সব কাজে হতে চাই অনন্যা।