বেনাপোল প্রতিবেদক : যশোরের বেনাপোলে কামাল হোসেন নামে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার দুপুর ১টা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। কামাল হোসেন আর.কে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, ব্যবসায়ের কাজে কামাল হোসেন চেকপোস্টে অবস্থান করছিলেন। এ সময় সেখানে কর্তব্যরত বিজিবির নায়েক জিল্লুর রহমান তার সঙ্গে খারাপ আচারণ করেন। একপর্যায়ে তাকে মারধর ও দল নিয়ে খারাপ মন্তব্য করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার ও বিজিবির ওই কর্মকর্তাকে বেনাপোল থেকে প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ জানান, ওই ব্যবসায়ী চেকপোস্টে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় তাকে দূরে সরে যেতে বললে তিনি কথা বলতে থাকেন। এতে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) প্রোদষ কান্তি দাস জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বাণিজ্য সচলের চেষ্টা চলছে। এদিকে, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের বন্দরে কয়েক’শ পণ্য বোঝায় ট্রাক আটকা পড়ে।