সাতক্ষীরায় ১৬ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার

অপরাধ

মো. সুমন হোসেন, যশোর : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অভিযানে সাতক্ষীরা সীমান্তের আলীপুর এলাকা থেকে ১৬,১০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক,এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপুর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারী এবং আভিযানিক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার ১০ জুলাই, ১২টা ২০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অপস্ অফিসার বিএ-৭৮৫১ মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল বাকাল চেকপোস্ট হতে ২ কিঃমিঃ দক্ষিণে শূন্য লাইন হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলীপুর নামক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৪৮,৩০,০০০/-(আট চল্লিশ লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যের ১৬,১০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক আটক করে।

আটককৃত ইয়াবা গুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মতিক্রমে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

মালিকবিহীন ১৬,১০০ পিচ ইয়াবা ট্যাবলেট আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি সাংবাদিকদের বলেন, অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য নির্মূলের মাধ্যমে সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার স্থিতিশীলতা রক্ষায় অত্র ব্যাটালিয়ন দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।