নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলে তাকিয়েছেন। বুধবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ কথা বলেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সকাল ১১টার দিকে আমি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আমাদের চেয়ারম্যানের কাছে গেলে তিনি আমার হাত ধরার চেষ্টা করেন। পরে আমি তার হাত ধরি। আমার কথা শুনে তিনি চোখ মেলে তাকিয়েছেন। তবে তিনদিন ধরে তার শারীরিক অবস্থা একই রকম রয়েছে। তার লাঞ্চের ইনফেকশন কমেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামি দু’দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে। জাপা চেয়ারম্যানকে অক্সিজেন সাপোর্ট ও আন্ডার প্রেসার সাপোর্ট দেওয়া হচ্ছে। ৮৯ বছর বয়সী এরশাদ বছরখানেক ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নেন। ভোটের প্রচারে নামতে পারেননি জাপাপ্রধান। নির্বাচনের পর শপথ নিতে হুইলচেয়ারে সংসদে যান। আট মাস ধরে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। গত ৪ মে জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে তার হাতে জাপার দায়িত্ব তুলে দেন এরশাদ। এর আগে স্ত্রী রওশন এরশাদকে করেন বিরোধীদলীয় উপনেতা।