নিজস্ব প্রতিবেদক : সর্বস্তরে শ্রমিকদের জন্য রেশন, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ নূন্যতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানায় সংগঠনটি। সমাবেশে বক্তারা বলেন, সদ্য পাস করা বাজেটে শ্রমিক-কর্মচারীদের জন্য রেশন, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে অর্থ বরাদ্দ না থাকায় আমরা খুবই হতাশ। এজন্য আমরা ক্ষোভ প্রকাশ করছি। তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, সর্বস্তরের শ্রমিকদের বাঁচার জন্য জাতীয় নূন্যতম মজুরি নির্ধারণ, আইএলও কনভেনশন অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রম বিধিমালা প্রণয়ন, নিরাপদ কর্মস্থল, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাবেশে টিইউসি’র সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ড. ওয়াজেদুল ইসলাম খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।