দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

জীবন-যাপন বরিশাল শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর প্রতিনিধি: সুন্দর ধরণীর বুকে জীবন হোক সুন্দর ও দুর্নীতি মুক্ত আর এ শ্লোগানকে সামনে রেখে ফজিলা রহমান ডিগ্রি কলেজ আয়োজন করে দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার বাংলাদেশ। গতপরশু কলেজ মিলনায়তনে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দুটি পক্ষ দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। একটি পক্ষ বলেন দুর্নীতি বন্ধ করতে হলে আগে দরকার গণসচেতনতা। আর অপরপক্ষ বলেন দুর্নীতি বন্ধ করতে সবার আগে আইন প্রয়োগ। সকাল থেকেই বিতর্ক প্রতিযোগিতা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করে হল রুমে। কে জিতবে আর কে হারবে আর এনিয়ে ছিল ছাত্রীদের মাঝে দারুণ টেনশন। সুন্দর সুন্দর যুক্তি ও দৃষ্টান্তমূলক বাচনভঙ্গি দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ. হকসহ উপস্থিত সকলকে মুগ্ধ করেন অংশগ্রহনকারীরা। আর বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় গণসচেতনতার পক্ষের গ্রুপ।
এদিকে মহিলা কলেজের মেধাবী ছাত্রী মাহফুজা তাজিন দুর্নীতির বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্র নাথের ঘুষ কবিতার আবৃত্তি উপস্থিত সকলকেই চমক দেয়। পাশাপাশি কলেজের প্রভাষক রাজিব হালদারের নিজ লেখা ও সুরে কলেজ ছাত্রীদের কন্ঠে সুরের মূর্ছনায় প্রধান অতিথিসহ উপস্থিত সকলকে মুগ্ধ করে। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে কলেজ মিলনায়তনে আলোচনাসহ রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আ. হক হাজী, ফজিলা রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম বাহাদুর, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুর, সহ সভাপতি মন্টু লাল কর্মকার ও সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ হাওলাদার প্রমুখ। সর্বশেষে চমৎকার পরিপাটি পরিবেশের মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. হালিমুজ্জামান শাহীন ও নিরঞ্জন কুমার সাহা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *