বেনাপোল প্রতিবেদক : যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বেনাপোল থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করিম জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠে এ ঘটনা ঘটে। আহত ইসরাফিল হোসেন (৩২) শার্শা উপজেলার ছোটআঁচড়া গ্রামের নূর ইসলামের ছেলে। ওসি বলেন, ভারত থেকে গরু নিয়ে আসার সময় পুটখালীর বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা ইসরাফিলকে লক্ষ্য করে গুলি করে। পরে ইসরাফিলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তার বাবা জানান। যশোর সদর হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লড বলেন,ইসরাফিলের বাম পাশের হাতে কনুইয়ের উপরে ও পাজরের কাছাকাছি গুলি লেগেছে। আর একটি গুলি ফুসফুসের পাশ চলে গেছে। উন্নত চিকিৎসার জন্য ইসরাফিলকে ঢাকায় পাঠানো করা হয়েছে বলে জানান এ চিকিৎসক।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2019/07/BSF-e1562568251650.jpg)