সন্ত্রাসী হামলার শিকার সংবাদকর্মী

অপরাধ আইন ও আদালত জাতীয় জীবন-যাপন ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসী হামলার শিকার হলেন সংবাদকর্মী দীন ইসলাম। গতকাল রাজধানীর ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত দীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুর্বৃত্তরা তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।
ভূক্তভোগী দীন ইসলাম জানান, একটি মামলার (সিআর মামলা নং-১৩৫২/১৮) প্রশাসনিক তদন্ত সহায়তার জন্য গতকাল সকালে তিনি তেজগাঁও থানার উদ্দেশ্যে বের হন। সকাল আনুমানিক সাড়ে ৯টা ১০টার দিকে ফার্মগেট ফুটওভার ব্রীজের দক্ষিনপাশে পেছন থেকে আসা অজ্ঞাত দুই সন্ত্রাসী তার পথরোধ করে। সন্ত্রাসীরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। কেউ কিছু বুঝে ওঠার সন্ত্রাসীরা দীন ইসলামের গলা চেপে ধরে ও এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি আহতাবস্থায় মাটিতে পড়ে যান। সন্ত্রাসীরা তখন ভূক্তভোগীর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। যাবার সময় তারা হুমকি দিয়ে বলে, এটি তার ওপর প্রাথমিক আক্রমন। মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সন্তান অপহরনসহ পরিবারের সদস্যদের ভয়াবহ পরিনতি হবে। মাত্র মিনিটের ব্যবধানে এ ঘটনা ঘটে। কিংকর্তব্যবিমূঢ় দীন ইসলামকে একজন পথচারি অটোরিকশাযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই তিনি প্রাথমিক চিকিৎসা নেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *