নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে দুই হাজার ৫৪টি ইয়াবা, ৪৪৩ পুরিয়া হেরোইন এবং ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান তিনি। মাসুদুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা করা হয়েছে।
দোহারে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক: ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে যাকে মাদক বিক্রেতা বলছে র্যাব। র্যাব-১১ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার মালিকান্দা-মেঘুলা বাজারের নদীর ঘাট সংলগ্ন কাঁচা রাস্তা থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়েছে। আটক জাহাঙ্গীর বেপারী (৩৬) উপজেলার পশ্চিম মালিকান্দা গ্রামের ফয়জল বেপারীর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর একজন মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে ঢাকা জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক এবং তার কাছ থেকে ৫১টি ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।