সকল সেনানিবাসে দুই লাখ গাছ লাগানো হচ্ছে

অর্থনীতি জাতীয় জীবন-যাপন ঢাকা রাজধানী

ইসমাঈল হুসাইন ইমু : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রোববার জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা সেনানিবাসের ‘বোট ক্লাব’ শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় একটি বৃক্ষচারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনানিবাসে বৃক্ষরোপন সপ্তাহ উদ্বোধন করেন।
এসময় ঢাকা সেনানিবাসের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সকল ইউনিট/সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর ঢাকা অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন প্রজাতির (ফলজ/বনজ/ফুল) গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন সেনানিবাসে সর্বমোট প্রায় দুই লাখ বৃক্ষ রোপণ করা হচ্ছে। বরাবরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বত:প্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৯ এর উদ্দেশ্যে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *