চিকিৎসকের পরামর্শ ছাড়া পশুকে অ্যান্টিবায়োটিক দেওয়ায় নিষেধাজ্ঞা

অপরাধ আইন ও আদালত জাতীয়

নিজস্ব প্রতিবেদক : পশু চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি অ্যানিমেল অ্যান্টিবায়োটিক বিক্রি-বিতরণ এবং কোনো খামারি গরুকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া জনস্বার্থে দুধের দূষণ পরীক্ষা ও গবেষণায় বিএসটিআই নিবন্ধিত দুধ কোম্পানিগুলোকে একটি তহবিল গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে মর্মে রুলও জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এসব কোম্পানির বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছে, তার বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কয়েকটি কোম্পানির পাস্তুরিত দুধ বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বিসিএসআইআর, প্লাজমা প্লাস, ওয়াফেন রিসার্চ, পারমাণু শক্তি কমিশন ও আইসিডিডিআরবি’র ল্যাবে পরীক্ষা করে। এর মধ্যে কয়েকটি কোম্পানির দুধে শিসা ও ক্যাডমিয়াম পাওয়া গেছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *