দেড়মাসেও খোঁজ মেলেনি পলিটেকনিকের ছাত্র মিশুকের

অপরাধ আইন ও আদালত জাতীয় জীবন-যাপন সারাদেশ

ইসমাঈল ইমু : নারায়ণগঞ্জ পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউটের ইলেট্রিকাল ইঞ্জিনিয়ার এর মেধাবী ছাত্র নিখোঁজ মিশুক খাঁনের সন্ধান চেয়েছেন তার বাবা খাঁন হুমায়ুন কবির। গত ২৯ মে মিশুক বাসা থেকে বের হওয়ার থেকে মিশুক নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, মিশুক খান নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ হাজী ইকবালের বাড়ীতে মেয়ের জামাতা কাজী ফিরোজ এর সঙ্গে থাকতো। পড়াশোনার পাশাপাশি ডেনিশ কন্ডেন্সমিল্ক কোম্পানীতে পেকিং বিভাগে চাকুরী করতো। সে ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিলো। গত২৯ মে আনুমানিক দুপুর দেড়টার সময় অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখনো বন্ধ রয়েছে। তার অফিস, বন্ধু ও আত্মীয় স্বজনের বাসা ও সকল আতœীয়-স্বজন এবং সম্ভব্য জায়গায় ১মাস ২০দিন ধরে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি। মিশুকের নিখোঁজের বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার, র‌্যাব-১১, ঢাকা রেঞ্জ ডিআইজি, র‌্যাব মহাপরিচালক, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে লিখিতভাবে জানানো হয়েছে। ছেলের সন্ধান পেতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মিশুকের বাবা। এসময় আরো উপস্থিত ছিলেন মিশুকের মা- রাফেজা বেগম, বোন সুমাইয়া আক্তার ও দুলাভাই কাজী ফিরোজ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *