নিজস্ব প্রতিনিধি : গতকাল বুধবার ১৫ সেপ্টেম্বর রাত অনুমান ১ টা ৪৫ মিনিটের সময় চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার মোড়স্থ ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের শার্টারের সামনে গিয়ে টাকা তুলবে বলে দরজায় ধাক্কা দিতে থাকে।
একপর্যায়ে এটিএম বুথের ভিতরে থাকা সিকিউরিটি গার্ড মোঃ নাজিম উদ্দিন (৫২) শার্টার না খুললে আসামীগণ বাহির হতে জোরপূর্বক শার্টার খুলে এটিএম বুথের গ্লাসের দরজা খোলার চেষ্টা করে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
ইতোমধ্যে আশেপাশে থাকা লোকজন থানায় সংবাদ দিলে এসআই/সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স সহ মোঃ অনোয়ার হোসেন @ বাবু (৩২), মোঃ জহির আলম (৩৪), আদনান (৩৭)কে গ্রেফতার করেন।
ধৃত আদনান (৩৭) এর মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
মোঃ জামশেদ চৌধুরী গ্রফতারকৃতদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে পেনাল কোড ১৮৬০ এর ৩৯৩ ধারায় ০১টি মামলা রুজু হয়।