কেএমপি’র লবণচরায় হত্যা মামলার আসামী গ্রেফতার

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : গতকাল বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টার সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আনোয়ার হোসেন এর দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেনের সরাসরি তত্বাবধায়নে লবণচরা থানার অফিসার ইনচার্জ সমীর কুমার সরকারের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে আধুনিক তথ্য-প্রযুক্তির সাহায্যে ও বিশ্বস্থ সূত্রের মাধ্যমে তথ্য পেয়ে লবণচরা থানাধীন মোহাম্মদনগর এলাকা থেকে আসামী মোঃ আরাফাত হোসেন(১৯), পিতা-মোঃ আল আমিন সানা, সাং-লষ্কর সানাপাড়া, থানা-পাইকগাছা, জেলা-খুলনা, এ/পি সাং- ওয়াজেদনগর (আলুতলা মৌজা) খুলনা টেক্সটাইল ইনস্টিটিউটের পশ্চিম পাশে জনৈক মোঃ শাহীন এর বাড়ীর কেয়ারটেকারের ছেলে, থানা-লবণচরা, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও তার স্বীকারোক্তি মোতাবেক মামলার আলামত ক) একটি সিসি ক্যামেরার ডিভিআর HIK VISION ব্রান্ডের, খ) ০২ (দুই) টি মোবাইল ফোন, যাহার ০১ টি কালো রং এর VIVOএ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ০১ (এক) টি সাদা রং এর SYMPHONY বাটন মোবাইল ফোন, গ) নগদ ২১,৩৭১/- (একুশ হাজার তিনশত একাত্তর) টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

অত্র মামলার ধৃত আসামী মোঃ আরাফাত হোসেন(১৯) ঘটনায় নিজেকে জড়িয়ে ঘটনার পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদান করেছে এবং তাকে আদালতে সোপর্দ করলে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক বিচারিক জবানবন্দি প্রদান করে।