নড়াইল কালিয়ায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

অপরাধ

সৈয়দ রমজান হোসেন : গত মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ওয়ান শূটারগান সহ ৫জনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।


বিজ্ঞাপন

আটককৃতরা হলেন কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আঃ রাজ্জাক বিশ্বাসের ছেলে ও অস্ত্রের মুল হোতা আমির বিশ্বাস, একই গ্রামের মৃত শাহিদ শেখের ছেলে রিয়াজ শেখ,মৃত ওসিয়ার শেখের ছেলে ইজাজুল শেখ,মৃত মিজানুর মোল্লার ছেলে রাজিব মোল্লা এবং জাহাঙ্গীর মিনার ছেলে মনির মিনা।


বিজ্ঞাপন

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া জানান,
মাদক ও অস্ত্র বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,
দেশীয় তৈরীঅস্ত্র নিয়ে চার থেকে পাঁচজন যুবক বিষ্ণুপুর গ্রামের অবস্থান করছে।

সেই তথ্য মোতাবেক মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্রসহ আটক করা হয়।

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, আমার কাছে অস্ত্র বিষয় গোপন তথ্য আসলে, কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া ও তদন্ত ওসি আমানউল্লাহ আল বারী কে ততক্ষণাত অভিযানের নির্দেশনা প্রদান করলে তারা দেশীয় ওয়ান শুটার সহ ৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে ইতিপূর্বে কালিয়া থানা তৎপর ছিল এবং ভবিষ্যতেও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।