নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট চৌকষ আইনজীবি ড. মোঃ কুতুব উদ্দীন চৌধুরী পেলেন আন্তর্জাতিক শান্তি পদক।
নাইজেরিয়ার আন্তর্জাতিক সংগঠন ডাইনামিক পিস রেসকিউ মিশন ইন্টারন্যাশনাল ড. চৌধুরীকে এই শান্তি পদকে ভুষিত করে।
এডভোকেট ড. মোঃ কুতুব উদ্দীন চৌধুরী হবিগন্জ জেলার লাখাই উপজেলার কাটিহারা গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের মার্কিন নাগরিক মরহুম আব্দুল মতিন চৌধুরীর পঞ্চম সন্তান। তার ছয় ভাই, রত্নগর্ভা মাতা ও এক বোন আমেরিকার স্থায়ী নাগরিক এবং সেখানে স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত। এই শান্তি পদক তিনি তার মরহুম পিতা আব্দুল মতিন চৌধুরী’র নামে উৎসর্গ করেছেন।
ইতিপূর্বে ড. চৌধুরী শান্তি ও মানবাধিকার রক্ষায় সম্মানসূচক ডিগ্রী পিএইচডি অর্জন করেন। তিনি তার সেই সম্মানসূচক ডিগ্রী জাতির পিতা বঙ্গবন্ধু’র নামে উৎসর্গ করেছিলেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, সাংবাদিক সংগঠনের গ্লোবাল এডভাইজার হিসাবে নিয়োজিত। পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টে নিয়মিত প্র্যাক্টিস করে চলেছেন। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এবং জাতির পিতা বঙ্গবন্ধু’র আদর্শের একনিষ্ঠ সৈনিক। তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী।