নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেমিনার অনুষ্ঠিত

অপরাধ

মাগুরা প্রতিনিধি : মুজিববর্ষে কোভিড -১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক গতকাল ১৩ অক্টোবর বুধবার মাগুরা জেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং জেলা প্রশাসন, মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসক, মাগুরা- এঁর সম্মেলন কক্ষে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী, বিভিন্ন খাদ্যশিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ” নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ -এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক জনসচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাইউম সরকার, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং সভাপতিত্ব করেন ড. আশরাফুল আলম, জেলা প্রশাসক, মাগুরা।


বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় মাগুরার নিরাপদ খাদ্য অফিসার (অতিঃ দায়িত্ব) শাকিল আহম্মেদ এবং কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব অভিরূপ সাহা উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।