শরীয়তপুরে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগের উদ্বোধন

অপরাধ খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ১৪ অক্টোবর দুপুর ১২ টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে মুজিব শতবর্ষ শরীয়তপুর জেলা দাবা লীগ-২০২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবা লীগের শুভ উদ্বোধন করেন জনাব এ কে এম এনামুল হক শামীম, এমপি, উপমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন অপু, সংসদ সদস্য, শরীয়তপুর-১, ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ, সিভিল সার্জন, শরীয়তপুর, মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীয়তপুর, এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুর, মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, শরীয়তপুর, অনল কুমার দে, সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, মোঃ আখতার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও খেলোয়ারবৃন্দ ব্যক্তিবর্গ।

এছাড়াও উক্ত মুজিব শতবর্ষ শরীয়তপুর জেলা দাবা লীগ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে দশটি দল অংশগ্রহন করে।

দলগুলো হলো ১/ জেলা পুলিশ দাবা দল, ২/ মোল্লা আবুল কাশেম দাবা দল, ৩/ ডিসিসি দাবা দল, ৪/ তরুনিমা সংগঠন দাবা দল, ৫/ সকাল সন্ধ্যা স্পোর্টস দাবা দল, ৬/ চৌরঙ্গী দাবা দল, ৭/ মা বাবার দোয়া স্মৃতি সংঘ দাবা দল, ৮/ চেস রিসার্চ সেন্টার, ৯/ চ্যাম্প রিসর্চ সেন্টার কুইন দাবা দল, ১০/ রিসার্চ সেন্টার নাইট দাবা দল।
অনুষ্ঠান পরিচালনায় জেলা ক্রীড়া সংস্থা, শরীয়তপুর ও সহযোগিতায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিঃ।