মশা মারতে দ্রুত ওষুধ আনার নির্দেশ

আইন ও আদালত এইমাত্র জাতীয় স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : এডিস মশা মারার ওষুধ দ্রুত আনতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এক্ষেত্রে সরকারকে সার্বক্ষণিক সহযোগিতা করতে বলা হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।


বিজ্ঞাপন

মশা মারার কার্যকর ওষুধ চীন থেকে কে আনবে এ নিয়ে দুই দফা প্রায় তিন ঘণ্টা শুনানি হয় উচ্চ আদালতে। ডেকে পাঠানো হয় স্থানীয় সরকার বিভাগের সচিবকে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে সচিব হাজির হয়ে আদালতকে জানান, ওষুধ আনতে হবে সিটি করপোরেশনকেই। পরে দ্রুত সিটি করপোরশনকে ওষুধ আনার নির্দেশ দেন আদালত।

সচিব বলছেন, ওষুধ আনতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সহযোগিতা করবে সরকার।

এদিন সিটি করপোরেশনের ভূমিকায় আবারো ক্ষোভ জানান আদালত। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সারা দেশে বিশেষ ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *