আজকের দেশ ডেস্ক : বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (০২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১১ আগস্ট পবিত্র ঈদ-উল-আজহা পালিত হবে। কুয়েতের আবহাওয়া অধিদফতরের তথ্য মতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ খবর জানিয়েছে। এদিকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয়ে থাকে।
কুয়েতের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২ আগস্ট (শুক্রবার) দেশটিতে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে ১১ আগস্ট রোববার কুয়েতে পবিত্র ঈদ-উল-আজহা পালিত হবে।
আবহাওয়াবিদ আদেল আল সাদোন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনাকে বলেছেন, আগামী ১১ আগস্ট দেশে পবিত্র ঈদ-উল-আজহা তথা কুরবানির ঈদ পালিত হবে। সৌদি আরবেও একই দিন পবিত্র ঈদ-উল-আজহা পালন করা হতে পারে।