এবার মশা নিধনে মাঠে নামছে ৫০ হাজার পুলিশ

আইন ও আদালত এইমাত্র জাতীয় জীবন-যাপন ঢাকা রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এডিস মশা প্রতিরোধে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুলিশ লাইন এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে। এরপর আমরা এডিস মশার লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছি।


বিজ্ঞাপন

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। তবে ঈদের আগেই এটা নির্মূলের চেষ্টা করা হবে।


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মশা নিয়ন্ত্রণ শুধু সরকার-স্বাস্থ্য বিভাগ একা করতে পারবে না, এজন্য সবার সচেতন হতে হবে।

👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *