নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণে উজ্বল নক্ষত্র ছিলেন। তার স্বপ্ন ছিল, ক্রীড়া ও সাংস্কৃতি বিকাশের মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। তিনি আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একজন দক্ষ সমাজ, সাংস্কৃতি ও ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি নিরহংকার, নির্লোভ, মেধাবী ও দেশপ্রেমিক একজন তরুণ ছিলেন। কিন্তু জাতির দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সপরিবারে তাকে হত্যা করা হয়। তিনি আরো বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে শেখ কামালের আদর্শ- গুণাবলী অনুসরণ-অনুকরণ এবং হৃদয়ে ধারণ করা অপরিহার্য। তিনি শেখ কামালের জীবনীমূলক লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবি জানান। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ঢাকার তোপখানা রোডস্থ সাংবাদিক নির্মলসেন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। বক্তব্য রাখেন বাংলাদেশ কবি সংসদের চেয়ারম্যান কবি নাহিদ রোকসানা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল, তাঁতী লীগের সহ-সভাপতি রনক বিশ্বাস শ্যামলী, নারী নেত্রী এলিজা রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা পল্লী সোসাইটির সভাপতি আলমগীর শেখ, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ-সভাপতি জাহানারা বেগম ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।