বরিশালে ২৪ ঘণ্টায় ভর্তি ৪৬ রোগী চিকিৎসাধীন ১৫৪

জীবন-যাপন বরিশাল সারাদেশ স্বাস্থ্য

বরিশাল প্রতিবেদক : দেশব্যাপী ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। একইভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে দেশের দক্ষিণাঞ্চলেও। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। গতকাল সোমবার সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন দেখা গেছে। গত রোববার এ সংখ্যা ছিল ১৪৮ জন। হাসপাতালের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪৬ জন। যারমধ্যে পুরুষ ২৬, নারী ১৪ ও শিশু ৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৪০ জনকে। অন্যদিকে বর্তমানে চিকিৎসাধীন ১৫৪ জনের মধ্যে পুরুষ ৯৪, নারী ৪৫ ও শিশু ১৫ জন। এদেরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গত ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত শেবাচিম হাসপাতালে মোট ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন দুইজন। এদিকে শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, বিনামূল্যে ওষুধ ও প্রতীকী মূল্যে রোগ পরীক্ষা-নিরীক্ষার কথা থাকলেও ডেঙ্গু রোগীদের কারোর ঠাঁই হয়েছে মেডিসিন ওয়ার্ডগুলোর মেঝেতে আবার কারোর হয়েছে বারান্দায়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *