নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় বেপরোয়া গতিতে চালিয়ে আসা মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বেলা ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডেমরার স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে পড়েছিল ওই নারী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই নারী ডেমরা এলাকাতেই ভিক্ষা করতেন। তার আনুমানিক বয়স ৬০। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ মর্গে রাখা হয়েছে। তার পরনে একটি পুরনো কাপড় রয়েছে।
বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু: রাজধানীর হাজারীবাগ বিডিআর পাঁচ নম্বর গেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (২৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তার সহকর্মী মিজানুর রহমান জানান, হাজারীবাগ বিডিআর পাঁচ নম্বর গেট এলাকায় অদ্রি টেইলার্সে কাজ করতেন মানিক। দুপুরে ঈদের বানানো জামা-কাপড় আয়রন করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। থাকতেন ওই টেইলার্সের দোকানে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আবদুল খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।