কাল মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হবার পর কাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। পোর্ট অব স্পেনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ওয়ানডেটি। টি-২০ সিরিজের মত ওয়ানডেতে সাফল্য পেতে মরিয়া ভারত। অন্য দিকে টি-২০ সিরিজের ব্যর্থতা ভুলে ওয়ানডেতে ভালো করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।


বিজ্ঞাপন

তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করে ভারত। ছোট ফরম্যাটে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বিরাট কোহলির দল। তিনটি টি-২০তে ভারত যথাক্রমে জিতে ৪ উইকেটে, বৃষ্টি আইনে ২২ রানে ও ৭ উইকেটে।


বিজ্ঞাপন

টি-২০ সিরিজ জয়ের স্বাদ নিয়ে ওয়ানডে লড়াই শুরু করেছিলো ভারত। কিন্তু বৃৃষ্টির কারণে গায়ানায় প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয়। অবশ্য ১৩ ওভার ব্যাট-বল হাতে লড়াই করার সুযোগ পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরুর আগ থেকেই বৃষ্টির দাপট ছিলো। তাই প্রায় ২ ঘন্টা পরে শুরু হয় খেলা। ফলে ৩৪ ওভারে নেমে আসে ম্যাচের দৈর্ঘ্য। এমন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ব্যাট হাতে ১৩ ওভারে ১ উইকেটে ৫৪ রান করেন ওয়েস্ট ইন্ডিজ।

৩১ বলে মাত্র ৪ রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইল। তাকে বোল্ড করেন ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। বৃৃষ্টির জন্য খেলা বন্ধ হবার আগে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৪০ রান করেন আরেক ওপেনার এভিন লুইস। তার সাথে ক্রিজে ছিলেন শাই হোপ।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর এই প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলো ভারত। তবে নিজেদের পরীক্ষাটা ঠিক-ঠাকভাবে দিতে পারেনি তারা। বৃষ্টির কারণে ব্যাটসম্যানদের পরীক্ষায় পড়তে হয়নি। ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন ওপেনার শিখর ধাওয়ান। রোহিত শর্মার সাথে ইনিংস শুরুর দায়িত্ব ছিলো তার। তিন নম্বরে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। মিডল-অর্ডারে রাখা হয়েছিলো শ্রেয়াস আইয়ার-কেদার যাদবকে। এরপরই ছিলেন উইকেটরক্ষক ঋসভ পান্থ। এই ব্যাটিং অর্ডারের উপর আস্থা আছে ভারত অধিনায়ক কোহলির। তিনি বলেন, ‘আমাদের এই ব্যাটিং লাইন-আপটি অনেক বেশি অভিজ্ঞ নয়। আইয়ার-পান্থ খুব বেশি ওয়ানডে খেলেনি। কেদারও অনেকদিন ধরে খেলার বাইরে ছিলো। তারপরও এই ব্যাটিং লাইন-আপ ভালো করবে বলে আমার বিশ্বাস আছে। দ্বিতীয় ওয়ানডে হলে আশা করছি, ব্যাটসম্যানরা ভালো করবে। বোলাররা তো ভালো করছেই।’

ভারত বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও, পয়েন্ট টেবিলে নবম হয়েই বড় মঞ্চ থেকে নিজেদের মিশন শেষ করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে জ্বলে উঠার আশা তাদের। নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে ভালো করতে প্রত্যয় ব্যক্ত করেছেন দলের অধিনায়ক জেসন হোল্ডার, ‘বিশ্বকাপের স্মৃতি আমরা ভুলে গেছি। সেখানে আমরা মোটেও ভালো করতে পারিনি। তবে এখন সবকিছুই নতুন। এখানে ভালো করাটাই হলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আশা করি, বাকী দু’ম্যাচ থেকে ভালো ফল পাবো। ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারলে, বোলারদের কাজটা সহজ হয়ে যাবে।’

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, ভুবেনশ্বর কুমার, কেদার যাদব, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব, শ্রেয়াস আইয়ার, ঋসভ পান্থ, খলিল আহমেদ, মনিষ পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, লোকেশ রাহুল ও নবদ্বীপ সাইনি।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, কালোর্স ব্র্যাথওেেয়ট, এভিন লুইস, শেল্ডন কটরেল, নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, শিমরোন হেটমায়ার, শাই হোপ, রোস্টন চেজ, জন ক্যাম্পবেল, কিমো পল ও ওশানে টমাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *