ভিপি নুরের ওপর হামলা

অপরাধ এইমাত্র বরিশাল রাজনীতি সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : খালার বাড়ি বেড়াতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। বুধবার দুপুরে পটুয়াখালী গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে এ হামলার ঘটনা ঘটে। এতে নূরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হয়েছেন। এ সময় নুরের বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।


বিজ্ঞাপন

নুরের খালাতো ভাই মোহাম্মদ উল্লাহ মধু জানান, গলাচিপা থেকে মোটরসাইকেলে দশমিনায় তাদের বাড়ি যাওয়ার পথে উলানিয়া ব্রিজের কাছে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হন। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন। এ হামলায় নুরের সঙ্গে থাকা আরও অন্তত ২৫ জন আহত হন। বর্তমানে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।

👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *