এবার বাকিতে চামড়া বিক্রি করবেন না আড়ৎদাররা

অর্থনীতি এইমাত্র জাতীয় ঢাকা বানিজ্য সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি ঘোষণার পর ট্যানারি মালিকদের কাছে প্রক্রিয়াজাত চামড়া বিক্রির প্রস্তুতি নিচ্ছেন দেশের বিভিন্ন স্থানের আড়ৎদাররা। তবে এবার বাকিতে চামড়া বিক্রি না করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে, কাল থেকেই চামড়া কেনা হবে বলে জানিয়েছে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।
এবারের ঈদে সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনে বিপাকে পড়েছে সারা দেশের কাঁচা চামড়া ব্যবসায়ী ও আড়ৎদাররা। সরকারি ঘোষণায় আজ ১৭ আগস্ট থেকে লবণযুক্ত চামড়া সরকার নির্ধারিত দামে কেনার কথা রয়েছে ট্যানারি মালিকদের।
এজন্য রাজশাহী, চট্টগ্রাম, সহ বিভিন্ন জেলায় লবণযুক্ত চামড়া বিক্রির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন আড়ৎদাররা। তারা বলছেন, সরকার নির্ধারিত দামেই ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করবেন তারা। তবে চামড়া বিক্রি করবেন নগদ অর্থে।
এদিকে, নওগাঁ, টাঙ্গাইলসহ কয়েকটি জেলায় জেলায় চামড়া কেনার বিষয়ে আড়ৎদারদের সাথে ট্যানারি মালিকরা কোনো যোগাযোগ করেননি বলে অভিযোগ উঠেছে। চামড়া অবিক্রিত থাকলে পথে বসার শঙ্কা আড়তদারদের।
এদিকে, ট্যানার্স এসোসিয়েশন জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ আগস্ট থেকেই নির্ধারিত দামে লবণযুক্ত চামড়া কিনবেন ট্যানারি মালিকরা।
চামড়া শিল্প রক্ষায় সরকারকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানিয়েছেন আড়ৎদাররা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *