স্পোর্টস ডেস্ক : দেশে ফিরেই অনুশীলনে নেমে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নতুন কোচিং স্টাফদের সাথে পরিচিতি পর্ব শেষ করে ঘাম ঝরাচ্ছেন ব্যাটিং অনুশীলনেও। গতকাল মধ্যরাতে দেশে ফেরেন সাকিব। দেশে ফেরার পর মাঠে ফিরতে দেরি করেননি তিনি। এসেই বাংলাদেশ দলের ৩৫ সদস্যকে নিয়ে চলমান কন্ডিশনিং ক্যাম্পে যোগদান করেন সাকিব।
কন্ডিশনিং ক্যাম্পে গত কয়েকদিন ধরে অনুশীলন চললেও সেটি শেষের পথে। আগামীকাল রোববার শেষ হবে এই ক্যাম্প। এরপর শুরু হবে স্কিল অনুশীলন। আগামী ২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণার কথা রয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আগামী ৩০ আগস্ট থেকে দুদিন চলবে একটি প্রস্তুতি ম্যাচ। ২৪ সদস্যকে নিয়ে লাল-সবুজ দলে ভাগ হয়ে খেলবে এই প্রস্তুতি ম্যাচ। দুইদিনের প্রস্তুতি ম্যাচ শেষে চট্টগ্রামে ১ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
এরপর ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি। এই ম্যাচের পর তিন দিন বিরতি দিয়ে শুরু হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।