চট্টগ্রামে রেকর্ডের অপেক্ষায় রশিদ খান

এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেই রেকর্ড গড়তে যাচ্ছেন রশিদ খান। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে সাকিবের সঙ্গে টস করতে নামবেন রশিদ। সেই টেস্টে টস করলেই বিশ্বরেকর্ড গড়ে ফেলবেন তিনি। এদিন সবচেয়ে কম বয়সে ক্রিকেটের অভিজাত সংস্করণে দেশকে নেতৃত্ব দেয়ার কীর্তি গড়বেন আফগানিস্তানের এই স্পিন জাদুকর।


বিজ্ঞাপন

চট্রগ্রাম টেস্টের প্রথমদিন রশিদের বয়স হবে ২০ বছর ৩৫০ দিন। এর আগে রেকর্ডটা দখলে ছিল জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর।মাত্র ৮ দিনের ব্যবধানে এগিয়ে তার রেকর্ড ভেঙে দেবেন আফগান অধিনায়ক। ২০০৪ সালে হারারেতেই শ্রীলংকার বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে নামার সময় জিম্বাবুইয়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন।

টেস্টে সবচেয়ে কম বয়সে দলের অধিনায়কত্ব করতে নামার রেকর্ডে নাম আছে দুই বাংলাদেশিরও। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি বিন মুর্তজার হঠাৎ চোটে নেতৃত্বভার পান সাকিব আল হাসান। পরে ২২ বছর ১১৫ দিনে গ্রেনাডা টেস্টে দলকে নেতৃত্ব দেন তিনি।২০০৭ সালে লংকানদের বিপক্ষে টস করতে নামেন মোহাম্মদ আশরাফুল। ওই সময় তার বয়স ছিল ২২ বছর ৩৫৩ দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *