ওয়ার্ড আ.লীগের সভাপতি মান্নানের খুটির জোর কোথায়

অপরাধ আইন ও আদালত জাতীয় জীবন-যাপন ঢাকা রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : রাজধানী মিরপুর শাহ আলী থানাধীন ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মান্নান শেখ এর অত্যাচারে সাধারণ মানুষ অতিস্ট, অভিযোগ রয়েছে এই মান্নান শেখ ফুটপাতে চাদাবাজি, জুয়া, এবং মাদক ব্যাবসার সাথে জড়িত। সাধারণ মানুষ প্রতিবাদ করতে চাইলে তাদের উপর নেমে আসে ঝড়, অনুসন্ধানে জানা যায় এই মান্নান শেখের অদৃশ্য কিছু সন্ত্রাস বাহিনী আছে তারা রাতের অন্ধকারে প্রতিবাদী সাধারণ মানুষের চিরকালের জন্য মুখ বন্ধ করে দেয়। এই মান্নান শেখ ১৯৯২ সালে জাপান ছিল, চিড়িয়াখানা রোডে এক স্থানীয় বাসিন্দা জানায় এই মান্নান শেখ ১৯৯৩ সালে জাপান থেকে বাংলাদেশে আসে, মিরপুরে কুমির শাহ মাজারের পাশে একটি টিনশেড বাড়ি ছিল এবং সেই বাড়িতে তার ৪/৫ জন ভাই,বোন,ছেলে, মেয়ে নিয়ে থাকতো।১৯৯৫সালের পরে হটাৎ আজ্ঞুল ফুলে কলাগাছ বনে যায়, নাম প্রকাশে অনিচ্ছুক ০৮নং ওয়ার্ড এক নেতার সাথে কথা হলে তিনি বলেন এই মান্নান শেখ জাপান থেকে এসে ১৯৯৫সালের পরে আমাদের সিনিয়র নেতা কমীর্ দের পিছনে পিছনে ঘোরাঘুরি করতো যে কেনো একটি পদের জন্য এক সময় সে ৯৩ নং ওয়ার্ড এ সাধারণ সম্পাদক হিসেবে একটি পদ পান। তারপর থেকে পিছনে তাকাতে হয়নি এই নব্য আওয়ামী লীগ মান্নান শেখের। এবং এই নেতা আরো বলেন ৯৩নং ওয়ার্ডটি সরকারি ভাবে অনুমোদনহীন সেক্ষেত্রে এই ওয়ার্ড কিভাবে সে সভাপতির পদ পান আমার বুঝে আসেনা। চিড়িয়াখানা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিতরে একটি বিশাল পুকুর ছিল সেই পুকুরটি ক্ষমতার বলে ভরাট করে প্লট আকারে বিক্রি করে এই মান্নান শেখ হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। অনুস্বন্ধান চলেছ। বিস্তারিত আসছে…


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *