ঢাকা উত্তরে দেড় শতাধিক স্থাপনায় এডিসের লার্ভা

এইমাত্র জাতীয় জীবন-যাপন ঢাকা রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : এডিস মশা নির্মূলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান চিরুনি অভিযানের ষষ্ঠ দিনে করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের ১১ হাজার ৪৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেছে নগর কর্তৃপক্ষ। এর মধ্যে ১৫৫টি বাড়িতে এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে।


বিজ্ঞাপন

লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে’ লেখা স্টিকার লাগানো হয়।

এছাড়া পরিদর্শন করা বাড়ি ও স্থাপনার মধ্যে ছয় হাজার ৮১টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করতে পারে। তাই বংশবিস্তারের উপযোগী এসব স্থান ধ্বংস করা হয়েছে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএনসিসি জানায়, করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই চিরুনি অভিযানে সক্রিয়ভাবে তত্ত্বাবধান করছেন।

গত ২৫ আগস্ট শুরু হওয়া চিরুনি অভিযানের ছয় দিনে ৩৬টি ওয়ার্ডে মোট ৬৩ হাজার ২৭৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেছেন ডিএনসিসির কর্মকর্তারা। এরমধ্যে এক হাজার ৩৭৮টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে। আর ৩৩ হাজার ৫৬৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। যা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে বলে ডিএনসিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এডিস মশা নির্মূলে ডিএনসিসির ‘চিরুনি অভিযান’ অব্যাহত থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *