স্পোর্টস ডেস্ক : তিনটি টি-টোয়েন্টি ও দু’টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার (৩০ আগস্ট) টাইগ্রেসদের বিপক্ষে পাকিস্তান নারী ক্রিকেট দলের সিরিজের সময়সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম টি-২০ ম্যাচের আগে ২৩ অক্টোবর পাকিস্তান পৌঁছাবে বাংলাদেশ নারী দল। সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তান সফরে দুটি করে টি-২০ ও ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল।
চলতি বছরে পাকিস্তানে সফর করা দ্বিতীয় নারী দল হতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে জানুয়ারিতে করাচি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। এছাড়া সেপ্টেম্বরে শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেট দলেরও পাকিস্তান সফরের কথা রয়েছে।
সিরিজসূচি:
১ম টি-২০; ২৬ অক্টোবর, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২য় টি-২০; ২৮ অক্টোবর, গাদ্দাফি স্টেডিয়াম লাহোর
৩য় টি-২০;৩০ অক্টোবর, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ম ওয়ানডে; ২ নভেম্বর, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২য় ওয়ানডে; ৪ নভেম্বর, গাদ্দাফি স্টেডিয়াম লাহোর।