নতুন আইনে জরিমানা বাড়ানোর খবর ‘গুজব’

অপরাধ আইন ও আদালত এইমাত্র জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : নতুন মোটরযান আইন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রোববার এক তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন

তথ্য বিবরণীতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ এবং এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান উল্লেখ করে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও গুজব প্রচার করছে। প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে ‘নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ নামে কোনো আইন বাংলাদেশে নেই। এ অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।


বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিধিমালা প্রণয়নের কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *