ব্যারিস্টার মইনুল কারাগারে

অপরাধ আইন ও আদালত এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসের আদালতে তিনি আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশে করে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল।
পরে মইনুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় হয়। রংপুরে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আইনশৃংখলা বাহিনী। ব্যারিস্টার মইনুল হোসেন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
টিভি টকশো অনুষ্ঠানে ব্যারিস্টার মইনুলের কাছে সাংবাদিক মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা চলছে যে, সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব আপনি করছেন কি না? এর জবাবে মইনুল বলেন, আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি ‘চরিত্রহীন’ বলে আমি মনে করতে চাই।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *