শরীয়তপুরে ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ০৮ জুন, সকাল ১০ টায়, শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুর জেলায় আগত ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রমের জেলা ও উপজেলা সংযুক্তির অংশ হিসেবে বিভিন্ন ক্যাডারের ৯ জন প্রশিক্ষণার্থীকে অভ্যর্থনা জানান এবং উক্ত বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের, শরীয়তপুর জেলা সম্পর্কে এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এস.এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর।

পুলিশ সুপারের নিজের লেখা ” অপরাধ তদন্ত পদ্ধতি ও তদন্তকারীর করনীয়” ও “আকাশ ছোঁয়া স্বপ্ন” ০২ টি বই ” বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন পুলিশ সুপার, শরীয়তপুর, এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), শরীয়তপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও উক্ত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *