মাদক’সহ আটক ও বাইকের তেল চুরির দায়ে ২ কর্মচারীকে চাকুরীচ্যুত করলো ডিএসসিসি

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিবেদক ঃ মাদকদ্রব্যসহ আটক ও নগরভবনে পার্ককৃত মোটর সাইকেল হতে তেল চুরি করার অপরাধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ কর্মচারীকে চাকুরীচ্যুত করা হয়েছে।
চাকুরীচ্যুত কর্মচারীদের মধ্যে মো. ইউনুস আলী কর্পোরেশনের মশককর্মী ও মো. রিপন পরিচ্ছন্নকর্মী।

গত বুধবার (৮ জুন) দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে চাকুরীচ্যুত করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

উক্ত আদেশে বলা হয়, দক্ষিণ সিটির অঞ্চল-৩ এর মশককর্মী মো. ইউনুস আলীকে বিগত ১২ মে তারিখে মাদকদ্রব্য সহ পুলিশ আটক করেন। পরবর্তীতে, তাকে কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় ফৌজদারী মামলাও দায়ের করা হয়।

কর্পোরেশনের অঞ্চল-৩ এর সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন শাখায় কর্মরত মো. রিপন দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্ন কর্মী। সে নগর ভবনে পার্ক করে রাখা মোটর সাইকেল হতে তেল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে। উপরোল্লিখিত অপরাধে বর্ণিত কর্মচারীদের চাকুরীচ্যুত করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *