বিশেষ প্রতিবেদক: সোনালি আঁশ খ্যাত পাট থেকে ‘কার্পেট ব্যাকিং ক্লথ’ সিবিসি তৈরি করে বৈদেশিক মুদ্রা আয় করছে চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার বাড়বকু-ের আরআর জুট মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত সিবিসি রপ্তানি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। প্রতি বছর বিদেশে পণ্য রপ্তানি করে প্রায় ১৫ কোটি টাকার অধিক আয় করছে শতভাগ রপ্তানিমুখি এই প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার বাড়বকু-ের আরআর জুট মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি পাট প্রক্রিয়াজাত করে তৈরি করে ‘কার্পেট ব্যাকিং ক্লথ’ সিবিসি।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই মিলে বর্তমানে বছরে ১ হাজার ২০০ টন সিবিসি উৎপাদিত হয় যার পুরোটাই রপ্তানি করা হয়। টন প্রতি রপ্তানি মূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা। জনবল কম হলেও পাটশিল্পের এ দুর্দিনে জুট মিলের শ্রমিকরা জানালেন তাদের সন্তুষ্টির কথা।
১৯৭২ সালের ২৬ মার্চ প্রেসিডেন্ট অর্ডারে জাতীয়করণ হওয়া শতভাগ রপ্তানিমুখী এই প্রতিষ্ঠানটির পণ্য-সামগ্রী দেশের বাইরেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে রপ্তানি হচ্ছে। প্রতিষ্ঠানটির মেশিনারিজ গুলোর আধুনিকায়ন করা হলে রপ্তানি আরও বৃদ্ধি পাবে বলে জানালেন এই কর্মকর্তা।