চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে ১,৮৫০ পিস ইয়াবা সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র মীরসরাই থানার এসআই/রাজিব চন্দ্র পোদ্দার সঙ্গীয় অফিসার-ফোর্স সহ গত রবিবার ১২ জুন দুপুর ১ টা ৫ মিনিটের সময় মীরসরাই থানাধীন খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া ছড়ারকুল রাস্তারমাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১,৪০০ (একহাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ আব্দুল্লাহ (২২) এবং মোঃ সাদেক(২২)’দ্বয়কে গ্রেফতার করেন।
এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্স সহ একই তারিখ বিকাল ৫ টা ১০ মিনিটে মীরসরাই থানাধীন ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী আব্দুল হামিদ(৩০)’কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে মীরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী পৃথক মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *