জরুরি টেলিসেবা স্থাপন করার কাজ শুরু করেছে সেনাবাহিনী

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ সিলেটে BS-1 স্যাটেলাইট ব্যবহার করে জরুরি টেলিসেবা স্থাপন করার কাজ শুরু করেছে সেনাবাহিনী। বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জসহ কিছু এলাকায় দুর্যোগকালীন জরুরি টেলি যোগাযোগ সেবা স্থাপনে ব্যবহৃত হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে১২ সেট ভিস্যাট যন্ত্রপাতি দিয়েছে, যার মাধ্যমে জরুরী টেলি যোগাযোগ সেবা স্থাপন করা হবে।

এছাড়াও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের দপ্তরকেও আরো ২৩ সেট ভিস্যাট যন্ত্রপাতি দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, যার মাধ্যমে আরো ২৩ টি বন্যা উপদ্রুত এলাকায় জরুরি টেলি যোগাযোগ সেবা স্থাপন করা হবে। ‌ভিস্যাট এর মাধ্যমে দুর্যোগকালীন সময়ে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএসসিএল ইতোমধ্যে একটি মনিটরিং সেল গঠন করেছে, যেটি মাঠ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে। এছাড়া বন্যা কবলিত নীলফামারীতেও রবিবার ১৯ জুন ভিস্যাট পাঠানো হবে। আলাদা করে সশস্ত্র বাহিনীর সাথে বিএসসিএলের চুক্তিও আছে। এ চুক্তির আওতায় সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে তিন বাহিনী (সেনা, নৌ এবং বিমান বাহিনী) ও ডিজিএফআই-বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর তিনটি ট্রান্সপণ্ডার ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ স্থাপন আগেই সম্পন্ন করেছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *